ধুরন্ধরে অক্ষয় খান্নার এন্ট্রি গানে র্যাপার কে এই ফ্লিপ্পেরাচি?
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম, রিলসে, ইউটিউবে একটি গান ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 'এফএনাইনএলএ' শিরোনামের গানটি এই সময়ের আলোচিত 'ধুরন্ধর' সিনেমায় অক্ষয় খান্নার এন্ট্রি গান।
সিনেমায় ব্যবহার হওয়া গানটি একটি বাহরাইনি গান। লিখেছেন এবং গেয়েছেন ফ্লিপ্পেরাচি ও ড্যাফি, সুর করেছেন ডিজে আউটল। গানটি একটি হিপ-হপ ট্র্যাক।
'এফএনাইনএলএ'-এর উচ্চারণ 'ফাসলা'। আরবি অক্ষর 'আইন'কে নাইন নম্বর দিয়ে বোঝানো হয় এবং বাহরাইন ভাষায় এই মানে 'মজার সময়'।
গানটি অক্ষয় খান্না অর্থাৎ 'ধুরন্ধর' সিনেমার রহমান ডাকাতের এন্ট্রি দৃশ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। দৃশ্যটিতে অক্ষয়কে কালো রঙের পাঞ্জাবি, সঙ্গে ব্লেজারে দেখা গেছে। চোখে কালো চশমা। তার ঠোঁটে লেগে আছে হালকা ক্রুরতার হাসি আর ব্যাকগ্রাউন্ডে বাজছে র্যাপ গানটি।
কে এই ফ্লিপ্পেরাচি?
ফ্লিপ্পেরাচি আরবের অন্যতম হিপ-হপ কণ্ঠশিল্পী। খালিজি সুরের জন্য পরিচিত তিনি। তার আসল নাম হুসাম আসিম।
আমেরিকান র্যাপার দ্য গেম, জ্যামাইকান-আমেরিকান সঙ্গীতশিল্পী শ্যাগি, এমনকি বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও'নিলসহ বেশ কয়েকজন আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি।
সম্প্রতি আবুধাবির ইয়াস দ্বীপের জন্য একটি সাউন্ডট্র্যাকে কাজ করেছেন ফ্লিপ্পেরাচি। ২০২৪ সালে বাহরাইনের বর্ষসেরা শিল্পীর খেতাবও জিতেছেন এই শিল্পী।
তার সবচেয়ে হিট গানগুলোর মধ্যে আছে—ই লা, শুফা, শিনো আলকালাম হাথা, নায়দা। তবে 'এফএনাইনএলএ' তার সবচেয়ে সফল গান।
আদিত্য ধর নির্মিত 'ধুরন্ধর' সিনেমায় আরও অভিনয় করেছেন রণবীর সিং, অর্জুন রামপাল, সারা অর্জুন, আর মাধবন, সঞ্জয় দত্ত, অক্ষয় খান্নাসহ আরও অনেকে। সিনেমাটি গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ঝড় তুলেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার