আটকে যেতে পারে থালাপতি বিজয়ের সিনেমার মুক্তি, কেন?

By স্টার অনলাইন ডেস্ক
8 January 2026, 09:22 AM

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ সিনেমা 'জন নায়াগান' চলতি বছরের পঙ্গল উৎসব উপলক্ষে ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগেই সিনেমাটির অগ্রিম টিকিট বুকিং শুরুও হয়। কিন্তু সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পিঙ্কভিলার প্রতিবদেনে বলা হয়, সিনেমাটি এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) ছাড়পত্র পায়নি। ফলে সিনেমার মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

লেটস সিনেমার প্রতিবেদন অনুযায়ী, থালাপতি বিজয়ের শেষ সিনেমা ৯ জানুয়ারির মুক্তি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, সিবিএফসির সার্টিফিকেশন না পাওয়ার কারণেই বিষয়টি আদালতের হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে।

বর্তমানে এই সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান আছে এবং প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত রায় জানা যাবে ৯ জানুয়ারিতেই। যেহেতু এদিন মুক্তির দিন ছিল, তাই মুক্তি পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে এখনো নির্মাতা পক্ষের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এখানে উল্লেখ্য 'জন নায়াগান' প্রথমে গত বছরের দীপাবলিতে মুক্তির কথা ছিল। পরে নির্মাতারা পরিকল্পনা বদলে পঙ্গল উৎসবে ‍মুক্তির দিন ঠিক করেন।

'জন নায়াগান' থালাপতি বিজয়ের শেষ সিনেমা হিসেবে ধরা হচ্ছে। এটা পরিচালনা করেছেন এইচ. বিনোথ।

সম্প্রতি প্রকাশিত ট্রেলার দেখার পর অনেকে ধারণা করছেন, সিনেমাটি হয়তো নন্দামুরি বালাকৃষ্ণ অভিনীত 'ভগবন্ত কেশরী' রিমেক হতে পারে। যেখানে যুক্ত হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট এবং এআইচালিত হিউম্যানয়েড সেনাদের ধারণা।

থালাপতি বিজয় ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারায়ণ, প্রিয়ামণি, সুনীলসহ আরও অনেকে।