পাঞ্জাবের দিলজিৎ দোসাঞ্জ যেভাবে বিশ্ব তারকা হয়ে উঠলেন
একটা সময় পাঞ্জাবি সিনেমা ছিল আঞ্চলিক গণ্ডির মধ্যে আটকে থাকা শিল্পমাধ্যম। আর এখন? পাঞ্জাবি সিনেমা মানে আন্তর্জাতিক মঞ্চ, বড় বাজেট আর বিশ্বজুড়ে পরিচিত তারকা। এই বদলের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই তালিকার শীর্ষে থাকবে দিলজিৎ দোসাঞ্জের নাম।
গায়ক হিসেবে যাত্রা শুরু করলেও খুব দ্রুতই নিজেকে শক্তিশালী অভিনেতা ও সাংস্কৃতিক আইকনে পরিণত করেন দিলজিৎ। তিনি দেখিয়েছেন, আঞ্চলিক পর্যায় থেকে উঠে এসে কীভাবে বিশ্ব তারকা হওয়া যায়।
আজ ৬ জানুয়ারি ৪২ বছরে পা দিলেন নেওয়া দিলজিৎ দোসাঞ্জ। জন্মদিন জেনে নিন তিনি কীভাবে একজন আঞ্চলিক গায়ক থেকে ধীরে ধীরে বিশ্ব তারকায় পরিণত হলেন এবং পাঞ্জাবি সিনেমাকে বদলে দিলেন।
শুরুটা হয়েছিল সংগীত দিয়ে। পাঞ্জাবি সংগীতে দিলজিতের সাফল্য ছিল ঈর্ষণীয়। সংগীত দিয়ে তিনি প্রমাণ করেছন, আঞ্চলিক শিল্পীরাও আন্তর্জাতিক মানের তারকা হতে পারেন। দিলজিৎ মূলত পাঞ্জাবের ঐতিহ্যবাহী সুরের সঙ্গে আধুনিক সংগীতের মিশেল ঘটান। ফলে গ্রাম ও শহর সব শ্রেণির মানুষই তার গানকে গ্রহণ করে।
গায়ক থেকে অভিনেতা
অভিনয়ে আসা ছিল দিলজিতের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। অনেক গায়ক অভিনয়ে এসে হারিয়ে গেলেও দিলজিৎ নিজের অভিনয় দক্ষতা দিয়ে আলাদা জায়গা তৈরি করেন। পাঞ্জাবি সিনেমায় কাজ করে তিনি দেখিয়েছেন, আঞ্চলিক পর্যায় থেকেও শক্তিশালী, বহুমুখী ও ব্যবসাসফল তারকা তৈরি হতে পারে।
একটার পর একটা সফল সিনেমার মাধ্যমে দিলজিৎ পাঞ্জাবি চলচ্চিত্রকে বড় পরিসরে নিয়ে যান। তার সিনেমা শুধু দেশেই নয়, বিদেশেও মুক্তি পেতে শুরু করে এবং ভালো ব্যবসা করে। এর ফলে পাঞ্জাবি সিনেমার বাজার বড় হয়েছে। বদলে গেছে আঞ্চলিক সিনেমার ইতিহাস।
বলিউডে সফল যাত্রা
বলিউডে দিলজিতের প্রবেশ ছিল একটি বড় ঘটনা। শুধু নিজের জন্য নয়, পুরো ইন্ডাস্ট্রির জন্যই এটি গুরুত্বপূর্ণ ছিল। সবচেয়ে বড় কথা, তিনি বলিউডে কাজ করেও নিজের পাঞ্জাবি পরিচয় ধরে রাখেন। দিলজিৎ এখানেও দেখিয়েছেন, আঞ্চলিক শিল্পীরাও মূলধারার হিন্দি সিনেমায় নিজের অবস্থান ধরে রাখতে পারেন।
বৈশ্বিক সাংস্কৃতিক আইকন
আন্তর্জাতিক কনসার্ট, বিশ্বমানের ফ্যাশন শোতে অংশগ্রহণ এবং সিয়া ও এড শিরানের মতো তারকাদের সঙ্গে কাজ করার মাধ্যমে দিলজিৎ কেবল একজন শিল্পী নন, বরং বিশ্বজুড়ে পাঞ্জাবি সংস্কৃতির প্রতিনিধি হয়ে ওঠেন। তিনি নতুন প্রজন্মকে দেখিয়েছেন, নিজের শিকড়ের পরিচয় ধরে রেখে বিশ্বমুখী হওয়া তারকা সম্ভব।
দিলজিৎ আজ পাঞ্জাবসহ পুরো ভারতের অন্যতম একজন সফল তারকা। তার জীবনের গল্প প্রমাণ করে, ভাষা বা অঞ্চল কখনোই সাফল্যের বাধা নয়। বরং তার জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব সংগীত, সিনেমা এবং বৈশ্বিক বিনোদন জগতে পাঞ্জাবি শিল্পীদের জন্য নতুন দরজা খুলে দিয়েছে। তিনি মানুষের ভাবনার ধরন বদলে দিয়েছেন এবং পাঞ্জাবি সংস্কৃতিকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছেন।