‘হাওয়া’ মুক্তির ৯ দিন পর নতুন গান

By স্টার অনলাইন রিপোর্ট
7 August 2022, 10:49 AM
UPDATED 7 August 2022, 17:01 PM

মেজবাউর রহমান সুমন পরিচালিত প্রথম সিনেমা 'হাওয়া' মুক্তির আগেই 'সাদা সাদা কালা কালা' গানটি আলোচিত হয়। এবার সিনেমাটি মুক্তির ৯ দিন পর 'আটটা বাজে দেরি করিস না' গানটি প্রকাশিত হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন বাসু দেব বসু বাউল। গানটির কথা ও সুর সংগৃহীত। গানটির সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

এ প্রসঙ্গে নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, 'এই গানটি বাসুদেব দাস বাউলের গাওয়া অনেক আগের একটি গান। বাউল তার যৌবন বয়স থেকে গানটি গেয়ে আসছে। আমি গানটি শুনেছিলাম প্রায় ৫-৬ বছর আগে। এই গানটির স্ক্রিপ্ট লেখার সময় আমাদের অনেক শোনা হয়েছে। বলা যায় এ গানটি শুনতে শুনতেই সিনেমার চিত্রনাট্য লেখা। এই গানটিও ইমন সঙ্গীত আয়োজন করেছে। সিনেমায় গানটি উরকেস পারকেসের মোবাইলে কিছু অংশ শোনা যায়। এখন পুরো গানটি শুনতে পাবেন।'

সংগীত পরিচালক ইমন চৌধুরী বলেন, 'বাসুদেব বাউলের কণ্ঠে দ্বিতীয় সহজ-সরল গানটি আপনাদের একটু হলেও প্রশান্তি দিবে।'