বুবলির ‘লোকাল’ নিয়ে একাধিক মন্তব্য

By স্টার অনলাইন রিপোর্ট
10 April 2023, 13:17 PM
UPDATED 10 April 2023, 22:43 PM

সাইফ চন্দন পরিচালিত শবনম বুবলি অভিনীত সিনেমা 'লোকাল' সেন্সর বোর্ডে প্রশংসিত হয়েছে। 

'লোকাল' সিনেমার কাহিনী ও সংলাপ রচনা করেছেন ফেরারী ফরহাদ। 

সিনেমাটি নিয়ে সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস বলেছেন, 'খুব সুন্দর একটা সিনেমা লোকাল। আমি পরিচালককে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এমন  আরও সিনেমা নির্মাণের জন্যে উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী খুব ভালো করেছে।' 

কাজী হায়াত বলেছেন, 'সিনেমায় বুবলি খুব ভালো করেছে। মিশা সওদাগরকে সিনেমায় ভিন্নভাবে পাওয়া গেল। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে।'

মিশা সওদাগর বলেন, 'সিনেমাটি ভিন্ন ধরনের। আমার অভিনয় জীবনের প্রথমবার এ ধরণের একটা চরিত্রে অভিনয় করেছি।'

শবনম বুবলি বলেন, 'লোকাল আমাদের অনেক পরিশ্রমের ছবি। দিন শেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা প্রশংসা করেছেন, এটা আমাদের অনেক বড় প্রাপ্তি।'