‘উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
7 March 2024, 14:57 PM

চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী মারা গেছেন। আজ বৃহস্পতিবার রাত ৭টা ৫০ মিনিটে 'উজান ভাটি' সিনেমার এই পরিচালক পুরাণ ঢাকার ন্যাশনাল হাসপাতালে মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কবিরুল ইসলাম রানা দ্য ডেইলি স্টারকে বলেন, 'বুধবার রাতে বাসায় মাথা ঘুরে পড়ে যান শিল্পী চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় তিনি মারা গেছে। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল।'

শিল্পী চক্রবর্তী 'বিনি সুতার মালা', 'উজান ভাটি', 'আমার আদালত', 'তোমার জন্য পাগল', 'সবার অজান্তে', 'চরমপত্র', 'মীমাংসা' সিনেমা নির্মাণ করেছেন।