এক মাসে কত কোটি টাকার টিকিট বিক্রি করল ‘উৎসব’

By স্টার অনলাইন রিপোর্ট
7 July 2025, 06:47 AM
UPDATED 7 July 2025, 18:19 PM

এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তানিম নূর পরিচালিত 'উৎসব' সিনেমা একের পর এক চমক দেখিয়েছে। দেশের বাইরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে সিনেমাটি। বর্তমানে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে 'উৎসব'।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি মুক্তির ২৯ দিনে পাঁচ কোটি টাকার বেশি টিকিট বিক্রি করেছে।

'উৎসব' সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি।

সিনেমাটির প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশনস ও লাফিং এলিফ্যান্ট। সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।