জন্মদিনে জেনে নিন শাবনূরের আলোচিত ১০ সিনেমার কথা
নব্বই দশকের ঢাকাই সিনেমার আলোচিত নাম শাবনূর। সারাদেশে ছড়িয়ে ছিল তার ভক্তরা। অভিনয় ও নাচে মুগ্ধ করে রেখেছিলেন ভক্তদের। তার সিনেমা দেখতে হলগুলোতে দর্শকের ঢল নামত। আজ ১৭ ডিসেম্বর শাবনূরের জন্মদিন।
শাবনূর ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। পারিবারিক নাম ছিল কাজী শারমিন নাহিদ নূপুর। কিন্তু খ্যাতিমান নির্মাতা এহতেশাম 'চাঁদনী রাতে' সিনেমাতে তার নাম বদলে রাখেন শাবনূর। তারপর থেকেই তিনি হয়ে গেলেন ঢালিউডের শাবনূর। ২০০৫ সালে 'দুই নয়নের আলো' সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
শাবনূরের জন্মদিনে জেনে নিন তার আলোচিত দশ সিনেমার কথা।
তুমি আমার
'তুমি আমার' সিনেমাটি সালমান শাহ-শাবনূর জুটির প্রথম সিনেমা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভী। সিনেমার কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জহিরুল হক। সিনেমার 'দেখা না হলে একদিন', 'আমার জন্ম তোমার জন্য গান' দুটি দর্শকপ্রিয়তার শীর্ষে ছিল, এখনো রয়েছে বললে ভুল হবে না।
তোমাকে চাই
১৯৯৭ সালে মুক্তি পাওয়া সিনেমা 'তোমাকে চাই'। মতিন রহমান পরিচালিত সিনেমাটি প্রেমের সিনেমা হিসেবে আলোচিত। এই সিনেমার তার বিপরীতে ছিলেন সালমান শাহ। সিনেমার 'তুমি আমায় করতে সুখী জীবনে', 'ভালো আছি ভালো থেকো', 'তোমাকে চাই শুধু তোমাকে' গানগুলো এখনো শ্রোতাদের পছন্দের তালিকায় রয়েছে।
আনন্দ অশ্রু
শিবলি সাদিক পরিচালিত 'আনন্দ অশ্রু' ১৯৯৭ সালে মুক্তি পাওয়া একটি আলোচিত রোমান্টিক সিনেমা। সালমান শাহ, কাঞ্চি, হুমায়ুন ফরিদী অভিনীত সিনেমাটি ব্যাপক আলোচিত হয়। সিনেমার 'উত্তরে ভয়ংকর জঙ্গল', 'তুমি আমার এমনই একজন', 'তুমি মোর জীবনের ভাবনা' গানগুলো ব্যাপক আলোচিত হয়।
স্বপ্নের ঠিকানা
শাবনূর-সালমান শাহ জুটির 'স্বপ্নের ঠিকানা' সিনেমাটি পরিচালনা করেছেন এম এ খালেক। সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। ঢাকার বাইরে মুক্তি পায়। সিনেমাটি সেই সময়ে ১৯ কোটি টাকার ব্যবসা করে। সিনেমায় আরও অভিনয় করেন সোনিয়া রাজীব, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকেই।
বিয়ের ফুল
শাবনূর-রিয়াজ অভিনীত সিনেমাটি ১৯৯৯ সালে মুক্তি পায়। পরিচালক মতিন রহমান নির্মিত ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমাটি গল্পের পাশাপাশি গানও দর্শকদের মন জয় করে নেয়। শাবনূর, রিয়াজ ছাড়াও অভিনয় করেন শাকিল খান, কবরী। সিনেমার 'তোমায় দেখলে মনে হয়', 'ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ' গানগুলো আলোচিত হয়।
ফুল নেব না, অশ্রু নেব
শাবনূর অভিনীত এফ আই মানিক পরিচালিত 'ফুল নেব না অশ্রু নেব' সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। সিনেমায় শাবনূরের বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান, আমিন খান। সেই বছরে ব্যাপক আলোচিত ব্যবসাসফল সিনেমা ছিল এটি।
মোল্লা বাড়ির বউ
সালাউদ্দিন লাভলু নির্মিত শাবনূর অভিনীত 'মোল্লা বাড়ির বউ' সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। পারিবারিক ও সামাজিক কুসংস্কার বেড়াজালের গল্প নিয়ে নির্মিত সিনেমায় আরও অভিনয় করেন এ টি এম শামসুজ্জামান, রিয়াজ, মৌসুমী ও প্রাণ রায়। সিনেমায় 'অন্তর দিলাম বিছাইয়া' গানটি শ্রোতাদের পছন্দের তালিকায় ছিল।
আমার স্বপ্ন তুমি
শাবনূর অভিনীত 'আমার স্বপ্ন তুমি' সিনেমাটি ২০০৫ সালের একটি আলোচিত সিনেমা। হাসিবুল ইসলাম মিজান পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে আরও অভিনয় করেন শাকিব খান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ। সিনেমাটি ওই বছরের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা।
নিরন্তর
আবু সাইয়ীদ পরিচালিত শাবনূর অভিনীত সিনেমাটি ২০০৬ সালে মুক্তি পায়। খ্যাতিমান লেখক হুমায়ূন আহমেদ রচিত 'জনম জনম' উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়। এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাবনূর, ইলিয়াস কাঞ্চন, আমিরুল হক চৌধুরী, ডলি জহুর, লিটু আনাম, শহীদুল আলম সাচ্চু।
দুই নয়নের আলো
শাবনূর অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়। সিনেমায় আরও অভিনয় করেন ফেরদৌস আহমেদ, শাকিল খান ও বুলবুল আহমেদ। একজন নিম্নবিত্ত তরুণীর জীবন-সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে সিনেমাটি নির্মিত হয়। এই সিনেমার মধ্যমে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।