ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে ‘মন দুয়ারী’

By স্টার অনলাইন রিপোর্ট
20 February 2025, 12:06 PM
UPDATED 20 February 2025, 19:35 PM

ভালোবাসা দিবস উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া নাটক 'মন দুয়ারী' নাটকটি মাত্র একদিনে অতিক্রম করেছে চার মিলিয়ন ভিউ। 

আজ ২০ ফেব্রুয়ারি সকাল থেকে নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এক নম্বরে রয়েছে। পাশাপাশি এই নাটকটি সিনেমা হলে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দর্শকরা।

জাকারিয়া সৌখিনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা। 

সিএমভি'র ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া 'মন দুয়ারী'র গল্পে দেখা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী অপূর্ব হঠাৎ গ্রামে ফেরেন দাদীকে 'বেটার লাইফ' দেওয়ার জন্য নিয়ে যেতে। কিন্তু পারিবারিক বন্ধন ছেড়ে দাদী দিলারা জামান যেতে চান না। বাধা হয়ে দাঁড়ান কাজিন নাজনীন নিহাসহ পরিবারের অন্য সদস্যরা।

নাটকের নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, 'আমাদের দর্শক বরাবরই ইমোশনাল এবং ফ্যামিলি ওরিয়েন্টেড। এ কারণে তারা পরিবার, দেশ ও মানুষের গল্প খুব পছন্দ করে। সঙ্গে প্রপার মিউজিক আর বাংলার রূপ ক্যামেরায় ধরতে পারলে তো কথাই নেই। আমি নিজেও এমন কাজ দেখতে খুব আরামবোধ করি।'

তিনি আরও বলেন, 'নাটকটির মধ্যে এর সবকিছু রাখার চেষ্টা করেছি। নাটকটি মুক্তির আগে একটু ভয়ে ছিলাম। এখন সেটা দর্শকদের ভালোবাসায় উতরে গেছি। তারা খুব পছন্দ করছে। দেশের এমন অবস্থায় এত সাড়া পাব ভাবিনি। ভবিষ্যতে আরও বড় ক্যানভাসে গল্প বলার স্বপ্ন দেখছি।'