জেনি এবার বড়পর্দায়

By স্টার অনলাইন রিপোর্ট
17 August 2022, 19:49 PM
UPDATED 18 August 2022, 05:51 AM

টেলিভিশনের প্রিয়মুখ জেনি অসংখ্য নাটকে অভিনয় করলেও সিনেমার জন্য এবারই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। 'শ্যামা কাব্য' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

 বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমাটি সরকারি অনুদানের। 

সম্প্রতি ঢাকার কেরানীগঞ্জ ও মানিকগঞ্জে এ সিনেমার শুটিং শুরু করেছেন জেনি।

1453050442_9.jpg
জেনি। ছবি: সংগৃহীত

তিনি  দ্য  ডেইলি স্টারকে বলেন, 'সিনেমায় অভিনয় করব না তা কখনো বলিনি। এমন সিনেমায় নিজেকে দেখতে চেয়েছিলাম,যেখানে অভিনয়ের সুযোগ থাকে। শ্যামা কাব্য সিনেমায় সেটা আছে।'

জেনি আরও বলেন, 'বদরুল আনাম সৌদের পরিচালনায় প্রথমবার অভিনয় করছি। তার লেখা স্ক্রিপ্টে অভিনয় করেছি। তার স্ক্রিপ্টে সংলাপ দেওয়ার সুযোগ থাকে। এ ছাড়া, পরিচালক হিসেবে তিনি অসাধারণ।'

 'সহশিল্পী হিসেবে পেয়েছি ইন্তেখাব দিনারকে। ভীষণ ভালো অভিনেতা তিনি', যোগ করেন জেনি।