ঋতুপর্ণা ও জেসিয়া যৌথ প্রযোজিত সিনেমায়

By স্টার অনলাইন রিপোর্ট
9 November 2022, 10:19 AM

যৌথ প্রযোজনার 'স্পর্শ' সিনেমায় শুটিং শুরু হতে চলেছে কলকাতায়। বাংলাদেশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত পরিচালিত সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশ থেকে আছেন নিরব হোসেন ও জেসিয়া ইসলাম। 

সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের 'অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট' ও কলকাতার 'রোল ক্যামেরা অ্যাকশন'। 

অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনন্য মামুন বলেন, 'গল্পের প্রয়োজনে সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। সিনেমার গল্প প্রতিটি মানুষকে ছুঁয়ে যাবে।'

'কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের জেসিয়া ইসলাম এই সিনেমায় অভিনয় করবেন। চলতি মাসের শেষের দিকে শুটিং শুরু করব,' বলেন তিনি।