‘ফুটবল-৭১’ সিনেমায় নুসরাত ফারিয়া

By স্টার অনলাইন রিপোর্ট
12 December 2022, 06:30 AM
UPDATED 12 December 2022, 12:41 PM

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। অনম বিশ্বাস পরিচালিত সিনেমাটির নাম 'ফুটবল-৭১'। 

সরকারি অনুদানের ফুটবল নিয়ে এই সিনেমায় নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। একসঙ্গে ৪টি সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। 

পরিচালক অনম বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই সিনেমার গল্পের প্রয়োজনে ফারিয়াকে নেওয়া হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে সিনেমাটির শুটিং শুরু করবো বলে আশা করছি।'

fb_img_1664040569093.jpg

তিনি আরও বলেন, 'সব প্রস্তুতি শেষ করতে পারলে জানুয়ারি মাসের শেষেও শুটিং শুরু করতে পারি। প্রায় দেড় বছর গবেষণা করে সিনেমাটির চিত্রনাট্য করেছি। ছবিটা ভালোবেসে বানোনোর চেষ্টা করব।'

নুসরাত ফারিয়া কলকাতায় 'বিবাহ অভিযান ২' সিনেমার শুট শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আছে 'মুজিব: একটি জাতির রূপকার', 'পাতালঘর' ও 'রকস্টার'সহ বেশ কয়েকটি সিনেমা।