‘লাল শাড়ি’র অপেক্ষায় অপু বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট
24 May 2023, 06:27 AM
UPDATED 24 May 2023, 15:42 PM

মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা 'লাল শাড়ি'।

opu2.jpg
অপু বিশ্বাস। ছবি: শেখ মেহেদী মোর্শেদ

অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার অভিনীত প্রথম সিনেমার মতো 'লাল শাড়ি'র জন্য অপেক্ষা করছি। একই রকম অনুভূতি হচ্ছে আমার মধ্যে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। এই সিনেমার প্রকাশিত প্রথম গান 'রঙে রঙে সঙে সঙে' দর্শক-শ্রোতারা খুবই পছন্দ করেছে। আমার বিশ্বাস তারা সিনেমাটাও পছন্দ করবে।'

apu_bishbaas_1.jpg
অপু বিশ্বাস। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এই সিনেমায় তার বিপরীতে আছেন সাইমন সাদিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- শহীদুজ্জামান সেলিম, দোয়েল প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

apu_biswas.jpg
ছবি : শেখ মেহেদী মোরশেদ

অপু বিশ্বাস অভিনীত 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল। তার বিপরীতে অভিনয় করেছিলেন জয় চৌধুরী।