অপু বিশ্বাস আগে যা কখনো বলেননি

By স্টার অনলাইন রিপোর্ট
21 August 2025, 15:09 PM

আগে কখনো যা বলেননি অপু বিশ্বাস এমন অনেক কথা বলেছেন একটি অনুষ্ঠানে।

আগামীকাল শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনের 'স্টার নাইট' অনুষ্ঠানে জানা যাবে এই তারকার না বলা অনেক কথা।

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

অভিনয় ও ব্যক্তি জীবন, সিনেমা ইন্ডাস্ট্রিতে পথচলা, প্রতিবন্ধকতা, সাফল্য-ব্যর্থতা এবং নানা অভিজ্ঞতা জানাবেন অপু বিশ্বাস।

অনুষ্ঠানে তার প্রিয় চলচ্চিত্রের ক্লিপিংস দেখানো হবে।