অনেক ভয়ে আছি: আজমেরি হক বাঁধন

জাহিদ আকবর
জাহিদ আকবর
18 September 2023, 08:39 AM
UPDATED 18 September 2023, 17:49 PM

আজমেরি হক বাঁধন অভিনীত প্রথম হিন্দি সিনেমা 'খুফিয়া' আগামী ৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন বিশাল ভরদ্বাজ।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং করেছিলেন। একই বছরের অক্টোবর মাসে দিল্লিতে শুরু হয় সিনেমার শুটিং। ২০২২ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল সিনেমাটির টিজার। তবে ওই সময় মুক্তির কথা থাকলেও তা শেষ পর্যন্ত মুক্তি পায়নি। 

২০২২ সালেই 'খুফিয়া'র শুটিং শেষ হয়েছে। সিনেমায় বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থীসহ অনেকেই।

আজমেরি হক বাঁধন দ্য ডেইলি স্টারকে বলেন, 'খুফিয়া' নিয়ে এই মুহূর্তে ভয়ে আছি। তার কারণ হলো টাবুর মতো অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করেছি। আমার চরিত্রটি বেশিরভাগ তার সঙ্গে রয়েছে। দর্শকরা দেখে কী প্রতিক্রিয়া জানান সেই ভয় পেয়ে বসেছে।

অবশ্যই ভালো লাগার মতো একটা বিষয়, টাবুর মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাভাভাগি করেছি। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, 'প্রতিটা কাজ যখন মুক্তির অপেক্ষায় থাকে মনে হয় পরীক্ষার রেজাল্ট হবে। এখন আমার অবস্থা তেমন। দেখা যাক আর কয়েকদিনের অপেক্ষা মাত্র।' 

এই প্রজেক্টের পুরো বিষয় আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল; যোগ করেন বাঁধন।