জানা গেল পরীমনির নায়কের নাম

By স্টার অনলাইন রিপোর্ট
21 September 2023, 09:26 AM
UPDATED 21 September 2023, 15:31 PM

কয়েকদিন আগে 'ডোডোর গল্প' নামে সরকারি অনুদানের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এবার জানা গেল সেই সিনেমায় তার নায়কের নাম। 

সিনেমাটিতে তার বিপরীতে থাকবেন চিত্রনায়ক সাইমন সাদিক। ইতোমধ্যে এই দুজন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

'ডোডোর গল্প'র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া।  

সাইমন সাদিক দ্য ডেইলি স্টারকে বলেন, 'এর আগে আমি ও পরী ৩টা সিনেমায় অভিনয় করেছি। 'ডোডোর গল্প' আমাদের ৪ নম্বর সিনেমা। পরীর সঙ্গে আমার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা 'পুড়ে যায় মন'। এটি ২০১৫ সালে মুক্তি পেয়েছিল। এছাড়া 'নদীর বুকে চাঁদ', 'বাহাদুরী' ও 'রানাপ্লাজা'  নামে সিনেমায় অভিনয় করেছি। নতুন সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা ধরনের। অন্যরকম একটা বিষয় আছে সিনেমার গল্প। আশাকরি দর্শকদের ভালো লাগবে।'