ভাষা আন্দোলনের ওপর নির্মিত সিনেমায় গাইলেন মমতাজ

By স্টার অনলাইন রিপোর্ট
26 September 2023, 11:38 AM
UPDATED 26 September 2023, 18:13 PM

অসংখ্য সিনেমায় গান করেছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এখনো নিয়মিত প্লেব্যাক করছেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতিকালে নতুন একটি সিনেমার জন্য গান করেছেন তিনি।

সিনেমাটির নাম 'যাপিত জীবন'। পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

সরকারি অনুদানের এই সিনেমার মূল গল্প নেওয়া হয়েছে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের 'যাপিত জীবন' উপন্যাস অবলম্বনে।

মমতাজ 'যাপিত জীবন' সিনেমার জন্য গাওয়া গানটি হলো, 'নসিব যেথা নিয়া চলে আমি সেথা যাই'। গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। আর গানের কথা লিখেছেন আসিফ ইকবাল।

মমতাজ বলেন, 'গানটি গাওয়ার পর খুব ভালো লেগেছে। কথা এবং সুর আসলেই অন্যরকম। ভালো লাগবে সবার।'

পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'যাপিত জীবন অসাধারণ গল্পের একটি সিনেমা। সেখানে মমতাজের গানটি দারুণ একটি সংযোজন।'

উল্লেখ্য, যাপিত জীবন দেশভাগ ও ভাষা আন্দোলনের ওপর নির্মিত একটি চলচ্চিত্র।