শাকিবের নায়িকা হচ্ছেন বলিউডের সোনাল চৌহান

By স্টার অনলাইন রিপোর্ট
6 October 2023, 07:58 AM
UPDATED 6 October 2023, 15:24 PM

শাকিব খানকে নিয়ে 'দরদ' সিনেমার ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুন। সিনেমায় তার বিপরীতে বলিউডের বেশ কয়েকজন নায়িকার নাম শোনা গেলেও অবশেষে শাকিব খানের নায়িকা হচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

সোনাল চৌহান সিনেমাটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ।  

বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত আছে ভারতের প্রযোজনা সংস্থা 'এসকে মুভিজ' ও মুম্বাইয়ের 'ওয়ান ওয়ার্ল্ড মুভিজ'। 

taramon_bibi_1.jpg
বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

'দরদ' সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। 

এর আগে পরিচালক অনন্য মামুন শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন 'নবাব এলএলবি' নামের আরেকটি সিনেমা।

mahmudullah.jpg
বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ছবি: সংগৃহীত

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত হিমেল আশরাফ পরিচালিত 'প্রিয়তমা' মুক্তির পর 'দরদ' দিয়ে চলতি মাসের মাঝামাঝি শুটিংয়ে ফিরছেন শাকিব খান।