আশা করছি অঞ্জন দত্তের সঙ্গে অসাধারণ একটি কাজ হবে: তমা মির্জা

By স্টার অনলাইন রিপোর্ট
13 October 2023, 09:04 AM
UPDATED 13 October 2023, 18:09 PM

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ঢালিউড নায়িকা তমা মির্জা প্রথমবার অঞ্জন দত্তের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন। ভারতীয় গায়ক, পরিচালক, অভিনেতা অঞ্জন দত্ত বাংলাদেশের জন্য একটি ওয়েব ফিল্ম পরিচালনা করতে যাচ্ছেন শিগগিরই, যেখানে তমা মির্জা গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।

বিষয়টি নিয়ে তমা মির্জা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সম্প্রতি ওয়েব ফিল্মটির চুক্তি হয়েছে। আমার জন্য এটা বড় সারপ্রাইজ। কেননা অঞ্জন দত্তের মতো বিখ্যাত গায়ক, পরিচালক ও অভিনেতার পরিচালনায় কাজ করতে যাচ্ছি।'

Dybala.jpg
তমা মির্জা। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

'আগামী দুই মাসের মধ্যে শুটিং শুরু হবে। আশা করছি অঞ্জন দত্তের পরিচালনায় অসাধারণ একটি কাজ হবে। এটি আমার জন্য অনেক আনন্দের খবর। আমি চাই আমার ক্যারিয়ারে এভাবেই একটার পর একটা ভালো কাজ যুক্ত হোক', যোগ করেন এই নায়িকা।

উল্লেখ্য, এটি হবে একটি মিউজিক্যাল ওয়েব ফিল্ম, যেখানে বেশ কয়েকটি গান থাকবে।

Iran oil
অঞ্জন দত্ত। ছবি: সংগৃহীত

ওয়েব ফিল্মটিতে অঞ্জন দত্তের নতুন গান থাকবে বলেও জানিয়েছেন তমা।