চলচ্চিত্র পরিচালক-প্রযোজক শফি বিক্রমপুরী মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
18 October 2023, 05:28 AM
UPDATED 18 October 2023, 11:36 AM

মারা গেছেন খ্যাতিমান পরিচালক ও প্রযোজক শফি বিক্রমপুরী। আজ বুধবার ভোর ৪টার দিকে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পরিচালক সমিতির উপমহাসচিব অপূর্ব রানা। 

শফি বিক্রমপুরী সিনেমা পরিচালনা, প্রযোজনা, পরিবেশনার সঙ্গে যুক্ত ছিলেন। তার পরিবেশনায় উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে 'অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী'। এ ছাড়া তিনি পরিচালনায় করেছেন বেশ কিছু চলচ্চিত্র।  

তার প্রযোজিত ও পরিচালিত অন্যান্য সিনেমাগুলোর মধ্যে আছে 'ডাকু মনসুর', 'বাহাদুর', 'সবুজসাথী', 'সকাল সন্ধ্যা', 'মাটির কোলে', 'জজসাহেব', 'দেনমোহর', 'রাজদুলারী' ও 'অবুঝ মনের ভালোবাসা' সিনেমাগুলো।