কাকে বিয়ে করলেন জোভান

By স্টার অনলাইন রিপোর্ট
13 January 2024, 04:14 AM

টেলিভিশন অভিনেতা ফারহান আহমেদ জোভান বিয়ে করেছেন।

গতকাল শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন জোভান।

ru.jpg
ফারহান ও নির্জনা। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

নিজের ভেরিফায়েড ফেসবুকে জোভান লেখেন, '...অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল।'

জোভানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তার স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্যে দেড় বছরের প্রেমের সম্পর্ক। বিয়ে হয়েছে পারিবারিকভাবেই।

tapasee1.jpg
ফারহান ও নির্জনা। ছবি: অভিনেতার ফেসবুক থেকে নেওয়া

সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, গতকাল রাতে পারিবারিকভাবে আকদ হয়েছে জোভান-নির্জনার। আগামী ২০ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।