মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই: সজল

শাহ আলম সাজু
শাহ আলম সাজু
20 February 2024, 10:22 AM

জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সজল নূরের জন্মদিন আজ ২০ ফেব্রুয়ারি। বিশেষ এই দিনে শুটিং না করলেও নতুন একটি সিনেমার মহরতে অংশ নেবেন তিনি।

দ্য ডেইলি স্টারকে সজল বলেন, জন্মদিনে এটা বড় উপহার। জন্মদিনে বড় সারপ্রাইজ নতুন সিনেমার মহরত। ভাবতেই ভালো লাগছে।

'নতুন সিনেমার নাম "জীবনের খেলা"। সবসময় চাই নতুনভাবে পর্দায় নিজেকে দেখতে। এখানেও তাই হবে। সবার ভালোবাসা চাই', বলেন তিনি।

'জীবনের খেলা' সিনেমাটি পরিচালনা করবেন ওয়ালিদ আহমেদ।

জন্মদিনটা মূলত পরিবারের সঙ্গে কাটাবেন সজল। বলেন, 'দিনটি আজ পরিবারের জন্য। সারাবছর ধরে শুটিং কিংবা কোনো না কোনো কাজ থাকে। কিন্তু আজ শুটিং রাখিনি। তাই পরিবারকে প্রচুর সময় দেবো। জন্মদিনের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেব। শুধু সন্ধ্যায় মহরতে অংশ নেব।'

aariph.jpg
সজল। ছবি: সংগৃহীত

সজল বলেন, এই দিনে অসংখ্য মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাই। দিনভর মানুষের ভালোবাসায় সিক্ত হই। গত রাত ১২টা থেকে শুরু হয়েছে। আজ সারাদিন এটা অব্যাহত থাকবে।

বিশেষ দিনে কী পেলে খুশি হন, জানতে চাইলে সজল বলেন, বিশেষ কিছু নয়, মানুষের ভালোবাসা পেলেই বেশি খুশি হই। আমি মনে করি, মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। ক্যারিয়ারের শুরু থেকে ভালোবাসা পেয়ে আসছি। সারাজীবন পেতে চাই।

সম্প্রতি সজল অভিনীত নতুন নাটক 'আমাদের সংসার' প্রচার হয়েছে। তারিনের বিপরীতে তিনি এই নাটকে অভিনয় করেছেন। সজল বলেন, আমাদের সংসার খুব সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। খুব ভালো একটি কাজ হয়েছে।

'তারিন আপু ভীষণ পছন্দের অভিনেত্রী। শুটিংয়ের সময় খুব সহযোগিতা করেছেন। বাসা থেকে খাবার নিয়ে এসেছেন। আরাম করে শুটিং করেছি। মানুষ হিসেবেও তিনি দারুণ', বলেন তিনি।

ক্যারিয়ার নিয়ে তিনি বলেন, ক্যারিয়ারের এই সময়ে এসে বেছে বেছে কাজ করতে চাই। এটা গত কয়েকবছর ধরে করে আসছি। যেন মানুষ মনে রাখে অনেক বছর।

03.06.2022-01_1.jpg
সজল। ছবি: শেখ মেহেদি মোরশেদ/স্টার

সিনেমার বিষয়ে সজল বলেন, '১৯৭১ সেইসব দিন' সিনেমাটি সবার কাছে প্রশংসা পেয়েছে। মুক্তিযুদ্ধের সিনেমা বেশি বেশি করতে চাই। এই ধরনের সিনেমা করতে অন্যরকম ভালো লাগা কাজ করে।

সবশেষে তিনি বলেন, বিশেষ দিনে সবার জন্য ভালোবাসা। সবার প্রতি আমার কৃতজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকে দর্শক, সহশিল্পী, পরিচালক, প্রযোজক ও সাংবাদিকদের ভালোবাসা পেয়ে আসছি, যা আমার জন্য ইতিবাচক ভূমিকা রেখেছে।