চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন

By স্টার অনলাইন রিপোর্ট
3 January 2025, 19:47 PM
UPDATED 4 January 2025, 01:56 AM

চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আহমেদ তেপান্তর দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসেম্বরের শুরুতে জ্বরে আক্রান্ত হন অঞ্জনা। জ্বর না কমায় গত ২২ ডিসেম্বর তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক দিন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হয়।

এরপর তাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়েছিল।

কয়েকটি পরীক্ষার পর রক্তে সংক্রমণ ধরা পড়ে।

অভিনেত্রী অঞ্জনা 'দস্যু বনহুর' সিনেমা দিয়ে ১৯৭৬ সালে অভিনয়ে আসেন। দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই চিত্রনায়িকা। 'পরিণীতা' ও 'গাঙচিল' সিনেমার জন্য দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।