বিয়ে করলেন শামীম হাসান সরকার

By স্টার অনলাইন রিপোর্ট
4 April 2025, 18:01 PM
UPDATED 5 April 2025, 01:46 AM

বিয়ে করেছেন টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার।

শুক্রবার মিরপুরে অভিনেতার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করে শামীম লিখেছেন, 'আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।'

joR5SJnT8G_GY4K4OFG17uuUsfqCQe9ztFSA15tFZhI.jpg
ছবি: সংগৃহীত

শামীম হাসান সরকার স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। গত কয়েক মাস আগে দুজনের পরিচয়। শুক্রবার পারিবারিকভাবেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।