কিংবদন্তি চিত্রনায়ক জাভেদ অসুস্থ হয়ে হাসপাতালে

By স্টার অনলাইন রিপোর্ট
16 April 2025, 11:17 AM

বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কিংবদন্তি নায়ক "জাভেদ ভাই" একদিকে ক্যান্সারের রোগী, অন্যদিক হার্টের সমস্যা। এর আগে দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।'

চিত্রনায়ক জাভেদের স্ত্রী ডলি চৌধুরীর বরাত দিয়ে তিনি বলেন, 'নায়ক জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী।'

১৯৬৪ সালে উর্দু ছবি 'নয়ি জিন্দেগি' দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় জাভেদের। তবে ১৯৬৬ সালে 'পায়েল' সিনেমার পর দর্শকপ্রিয়তা বাড়তে থাকে এই নায়কের। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।