বিয়ে করলেন সেলেনা গোমেজ

By স্টার অনলাইন ডেস্ক
28 September 2025, 03:55 AM

জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেছেন। ইনস্টাগ্রামে এক পোস্টে গোমেজ এ খবর জানান।

আজ রোববার এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিয়ের অনুষ্ঠানে গোমেজ পরেছিলেন ফুলের নকশায় সজ্জিত সাদা ব্রাইডাল হাল্টার ড্রেস। আর ব্ল্যাঙ্কো সেজেছিলেন টাক্সেডো ও বো টাইয়ে।

পাপারাজ্জিরা সান্তা বারবারা এলাকায় বিশাল আউটডোর তাঁবু ও অন্যান্য আয়োজনের ছবি তুলেছিলেন।

এদিকে বিনোদন জগতের সহকর্মী ও ব্র্যান্ডগুলো এই দম্পত্তিকে অভিনন্দন জানিয়েছে। তার সিরিজ অনলি মাডার্স ইন দ্য বিল্ডিংয়ের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, আমাদের মেবেল বিয়ে করল। তার কসমেটিক ব্র্যান্ড রেয়ার বিউটি পোস্ট করেছে, তোমাদের দুজনের জন্য আমরা ভীষণ খুশি।

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন কামিলা কাবেলো, অ্যামি শুমারসহ আরও অনেকে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Selena Gomez (@selenagomez)

৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো ও ৩৩ বছর বয়সী গোমেজের পরিচয় প্রায় এক দশক আগে। গত বছরের শেষে তারা এনগেজড হন। ২০১৯ সালে তারা আই ক্যান নট গেট এনাফ গানে একসঙ্গে কাজ করেন।

গীতিকার ও প্রযোজক হিসেবে ব্ল্যাঙ্কো কেটি পেরির টিনেজ ড্রিম, ব্রিটনি স্পিয়ার্সের সার্কাস ও ম্যারুন ফাইভের মুভস লাইক জগারের মতো হিট গানে যুক্ত ছিলেন।

গোমেজের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- কাম ডাউন, গুড ফর ইউ, সেম ওলড লাভ এবং কাম অ্যান্ড গেট ইট।

শৈশব থেকেই তিনি আলোচনায় আছেন। প্রথমে শিশুদের অনুষ্ঠান বার্নি অ্যান্ড ফ্রেন্ডসে কাজ করেন, পরে ডিজনি চ্যানেলের উইজারডস অব ওয়েভারলি প্লেস সিরিজে অভিনয়ের মাধ্যমে টিন তারকা হিসেবে পরিচিতি পান।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি অনেক জনপ্রিয়। তার ইনস্টাগ্রামে রয়েছে ৪১৭ মিলিয়ন ফলোয়ার।