হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’, থাকছেন যারা

By স্টার অনলাইন রিপোর্ট
14 December 2025, 11:10 AM

রাজধানীর ধানমন্ডিতে গতকাল ট্রেনের আদলে সাজানো হয় একটি সিনেমার মহরত অনুষ্ঠানের মঞ্চ। অনুষ্ঠানে কলাকুশলীদের নাম ধরে ডাকা হলে একে একে ট্রেন থেকে নেমে আসেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর ও শরীফুল রাজ।

তাদের নিয়েই নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের 'কিছুক্ষণ' উপন্যাস অবলম্বনে 'বনলতা এক্সপ্রেস' সিনেমাটি নির্মাণ করছেন তানিম নূর।

এ বিষয়ে নির্মাতা তানিম নূর বলেন, 'হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। বনলতা এক্সপ্রেস সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।'

মোশাররফ করিম বলেন, 'বনলতা এক্সপ্রেস ট্রেনে আমরা উঠেছি ট্রেনটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এতগুলো সুন্দর সুন্দর মানুষ এই কাজে যুক্ত হয়েছেন, আশা করছি কাজটি ভালো হবে।'

5211.jpg
ছবি: স্টার

জাকিয়া বারী মম বলেন, 'কোনো একটি যাত্রায় সহযাত্রী ভালো হওয়ার প্রয়োজন আছে। এত ভালো ভালো সহযাত্রীদের সঙ্গে এই যাত্রা মিস করতে চাইনি বলেই এই সিনেমায় যুক্ত হওয়া।'

আজমেরী হক বাঁধন বলেন, 'আমরা সবাই মিলে যাত্রা শুরু করেছি, এই যাত্রা কোথায় গিয়ে শেষ হবে তা এখনো জানা নেই। এই ট্রেনের চালক আমার বেশ পছন্দের। যাত্রীদেরও ভালো লাগে। তাই কাজটিতে যুক্ত হওয়া।'

সিনেমাটি নির্মিত হচ্ছে হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। আগামী ঈদুল ফিতরে সিনেমাটির মুক্তির কথা রয়েছে।