জীবনানন্দের ‘বনলতা সেন’ হলেন নাবিলা

By স্টার অনলাইন রিপোর্ট
23 December 2025, 07:38 AM

কবি জীবনানন্দ দাশের কল্পনার নারী চরিত্র বনলতা সেন। আর এই চরিত্রটিকে কেন্দ্র করেই মাসুদ হাসান উজ্জ্বল নির্মাণ করেছেন সিনেমা 'বনলতা সেন'। নতুন বছরে ঈদুল ফিতরে মুক্তির তালিকায় থাকা এই সিনেমার নাম চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে।

গত বছর মুক্তির কথা থাকলেও বিভিন্ন কারণে সিনেমাটি মুক্তি পায়নি। অবশেষে আসছে ঈদে মুক্তি পাচ্ছে  সরকারি অনুদানের এই সিনেমাটি।

সিনেমার মূল চরিত্র বনলতা সেনের ভূমিকায় অভিনয় করা নাবিলার জন্য সহজ ছিল না। সিনেমার শুরুতে তাকে অন্য একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে নাবিলা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি বনলতা সেন চরিত্রটি করতে চান। এরপর তিন দফা চ্যালেঞ্জিং অডিশনের মাধ্যমে নাবিলা এই চরিত্রে অভিনয় করেন।

সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়াও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকীদ, শরিফ সিরাজসহ আরও অনেকে।