‘৭৫০টি নাটকে অভিনয়ের পর সিনেমাতে সুযোগ পাই’
২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়। এখন পর্যন্ত ৭৫০টি নাটকে অভিনয় করেছেন। বড় পর্দায় শাবনূরের বিপরীতে তিন সিনেমায় দেখা গেছে তাকে।
ওয়েব সিরিজেও সফল এই তারকা। গত বছর আশফাক নিপুণের জিম্মিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেন। দর্শকদের কাছে প্রশংসিত হয় তার কাজ। এছাড়া মোস্তফা সরোয়ার ফারুকীর পরিচালনায় ৮৪০ সিনেমায় অভিনয় করেছেন। অভিনেতা থেকে একসময় উপস্থাপনায় নাম লেখান, সেখানেও পেয়েছেন সফলতার ছোঁয়া।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে অভিনয় জীবনের নানা প্রসঙ্গে কথা বলেন শাহরিয়ার নাজিম জয়।
তিনি বলেন, '৭৫০টি নাটকে অভিনয়ের পর সিনেমাতে সুযোগ পাই। আমার ক্যারিয়ারে ব্লকবাস্টার সিনেমা ছিল। শাবনূর যখন শীর্ষ নায়িকা, তখন তার নায়ক হয়েছি। আমার স্বপ্ন ছিল শাবনূরের নায়ক হব।
'একটি অনুষ্ঠানে শাবনূর ছিলেন, সেখানে স্টেজে ঘোষণা দিয়েছিলাম, আমি শাবনূরের নায়ক হতে চাই। সেদিন শাবনূর হেসেছিলেন। পরে ঠিকই হয়েছি,' বলেন তিনি।
এ অভিনেতা ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে শাবনূরের বিপরীতে তিন সিনেমায় অভিনয় করেন। সিনেমা তিনটি হচ্ছে—জীবনের গল্প, এই যে দুনিয়া, গ্রাম গঞ্জের পিরীত।
এছাড়া অপু বিশ্বাসের বিপরীতে পাষাণের প্রেম সিনেমাতে অভিনয় করেছেন। পরিচালনাতেও নাম লেখান জয়। তার পরিচালিত প্রথম সিনেমা প্রার্থনা। এরপর পরিচালনা করেছেন ওয়েব ফিল্ম।
তার ভাষ্য, 'সিনেমা আমার স্বপ্ন পূরণের জায়গা। সেই স্বপ্ন পূরণ হয়েছে। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি।'
এদিকে রায়হান রাফীর সাত নম্বর ফ্লোর সিনেমায় বুবলি ও তমা মির্জার সঙ্গে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন তিনি। গুটি ওয়েব সিরিজে অভিনয় করেও ভালো সাড়া পান।
জানতে চাইলে শাহরিয়ার নাজিম জয় বলেন, 'সত্যি কথা বলতে সাত নম্বর ফ্লোর ও গুটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে। দর্শকরা নতুন করে আমাকে পায় এবং এত এত প্রশংসা পাই যে, বলে শেষ করা যাবে না।'
তিনি আরও বলেন, 'সেই ধারাবাহিকতায় আশফাক নিপুণের জিম্মি ও মোস্তফা সরোয়ার ফারুকীর ৮৪০ সিনেমায় অভিনয় করি। দেখুন, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আশফাক নিপুণ দুজনেই বিখ্যাত পরিচালক। তাদের সঙ্গে প্রথম কাজ করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি।'
জিম্মিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ২৫ বছর আগে স্পর্শের বাইরে নাটকে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছিলাম। আবার ২৫ বছর পর জিম্মি দিয়ে তার বিপরীতে অভিনয় করি।
অভিনয় থেকে উপস্থাপনায় যাওয়া নিয়ে তিনি বলেন, 'অভিনেতার জীবনে উত্থান-পতন আছেই। আমার জীবনেও ঘটেছে। আমিও নাটকে ভীষণ ভালো অবস্থানে ছিলাম। একটা সময়ে নাটকে মাসের ৩০ দিন শুটিং করতাম। পরে সিনেমায় যাওয়ার পর যখন নাটকে ফিরে আসি, দেখি কাজ কমে গেছে।'
'তারপর নিজেকে নতুনভাবে আবিষ্কার করি উপস্থাপনা দিয়ে। প্রচুর অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এখানেও পেয়েছি মানুষের ভালোবাসা,' যোগ করেন তিনি।
তিনি জানান, নতুন বছরে পাপ কাহিনী টু নামের একটি ওয়েব ফিল্ম পরিচালনা করবেন। খুব শিগগিরই এর শুটিং শুরু হবে।
এছাড়া, মায়া শালিক টু নামের একটি নাটকে অভিনয় করবেন। এটি পরিচালনা করবেন জাকারিয়া সৌখিন।
ওটিটির বিষয়ে তিনি বলেন, ওটিটিতে অভিনয় আমাকে অনেক কিছু দিয়েছে।