কোরিয়ার কিংবদন্তি অভিনেতা আং সাং-কি মারা গেছেন

By স্টার অনলাইন ডেস্ক
5 January 2026, 08:22 AM

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা আং সাং-কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

দেশটির সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, তিনি ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ ডিসেম্বর বাড়িতে খাবার খাওয়ার সময় হঠাৎ জ্ঞান হারান। এরপর তিনি ছয় দিন অচেতন অবস্থায় হাসপাতালে ছিলেন।

আং সাং-কি ২০১৯ সাল থেকে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন। তবে সম্প্রতি অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

আধুনিক কোরিয়ান সিনেমার অন্যতম পথিকৃৎ আং সাং-কি। নিজের নম্র আচরণের জন্য সবার প্রিয় হয়ে উঠেছিলেন এই অভিনেতা।

তিনি কিম কি-ইয়ং পরিচালিত দ্য টোয়াইলাইট ট্রেন (১৯৫৭) চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং প্রায় সাত দশক ধরে ১৭০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন।