ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ১ টাকা, অকটেন-পেট্রল অপরিবর্তিত

By স্টার অনলাইন রিপোর্ট
31 December 2024, 15:13 PM

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা কমিয়েছে সরকার।

আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

মন্ত্রণালয় জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে।

জানুয়ারি মাসে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে।

তবে, প্রতি লিটার অকটেনের দাম ১২৫ টাকা ও পেট্রোলের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

জ্বালানি তেলের নতুন মূল্য আগামীকাল ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।