চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় আহত হাতিটির অবস্থা আশঙ্কাজনক

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
14 October 2024, 06:54 AM
UPDATED 15 October 2024, 17:43 PM

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের লোহাগাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি হাতির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে বনের ভেতর দিয়ে চলে যাওয়া রেললাইন পার হতে গেলে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেনটি মাদী হাতিটিকে ধাক্কা দেয়।

এতে মাদী হাতিটির একটি পা ভেঙে যায়।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জার মহামুদ হোসেন জানান, দুর্ঘটনার পর আনুমানিক ১০-১২ বছর বয়সী হাতিটির চিকিৎসার জন্য কক্সবাজারের ডুলাহাজরা সাফারি পার্ক থেকে একজন ভেটেরিনারি সার্জনকে আনা হয়েছে।