ওসমানী উদ্যানে বর্জ্য পোড়ানোর দায়ে ডিএসসিসির ঠিকাদারকে জরিমানা

By স্টার অনলাইন রিপোর্ট
18 January 2024, 15:31 PM

খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর হস্তক্ষেপে আজ বৃহস্পতিবার সকালে ঠিকাদারি প্রতিষ্ঠান পিএফ করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস কক্ষ থেকে ওসমানী উদ্যানে অবৈধভাবে বর্জ্য পোড়ানোর ধোঁয়া দেখতে পান পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তাৎক্ষণিক তিনি ঘটনাস্থলে গিয়ে ডিএসসিসি কর্তৃপক্ষকে খোলা জায়গায় বর্জ্য পোড়ানোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেন। 

পরে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিবেশ দূষণের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন।

মন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে যান পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, বায়ুদূষণ কমাতে সারা দেশে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।