হালদায় মাছের মৃত্যুর কারণ তদন্তে ২ কমিটি গঠন

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
1 July 2024, 06:35 AM

হালদা নদীতে এক সপ্তাহের ব্যবধানে পাঁচটি মা মাছ ও একটি ডলফিনের মৃত্যুর ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, হাটহাজারী উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহিবুল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রাথমিকভাবে এই নদীতে মাছের মৃত্যুর পেছনে চারটি কারণ খুঁজে পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষ হওয়ার পর আমরা এসব কারণ জানাব।

এদিকে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌস আনোয়ার জানান, পরিবেশ অধিদপ্তর আরেকটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে বলেছে।

তদন্ত কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।