পৃথিবীর বিরল ইকোসিস্টেম হাওরকে রক্ষা করতে হবে: পরিবেশ উপদেষ্টা

By স্টার অনলাইন রিপোর্ট
8 July 2025, 15:16 PM

 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওরের ইকোসিস্টেম পৃথিবীতে বিরল, এটাকে রক্ষা করতে হবে। 

সীমানা নির্ধারণ করে হাওরের কৃষিজমি থেকে মাটি তোলার মতো ক্ষতিকর কর্মকাণ্ডও বন্ধ করতে হবে বলে জানান তিনি। 

আজ মঙ্গলবার নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত 'হাওরের সংকট ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওর সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার।

এমন তথ্য জানিয়ে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, 'বাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়নসহ ৪টি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'হাওরের মধ্যে কিছু আছে পুকুর, কিছু খাল ও নদী। এর বাইরে সব চাষের জমি, যেগুলো মানুষের ব্যক্তিগত সম্পদ। এতে অনেক মানুষের মালিকানায় সম্পৃক্ত থাকায় হাওর ব্যবস্থাপনায় কঠিন হয়ে পড়ে।'

'সেজন্য হাওরের একটা মাস্টারপ্ল্যান নির্ধারণে আমরা একটা দেশব্যাপী কর্মশালা করেছি। প্রাপ্ত অভিমতগুলো এই মাস্টারপ্ল্যানে যুক্ত করা হয়েছে। সেগুলো ওয়েবসাইটে দেওয়া হবে,' বলেন উপদেষ্টা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদ ও সঞ্চালনা করেন নেত্রকোণা ফোরামের সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো।