আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

By নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ
4 January 2023, 04:05 AM
UPDATED 4 January 2023, 10:13 AM

ঘনকুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় ৬ ঘণ্টা এবং মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌপথে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'কুয়াশা কমে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল ৯টা ২০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়েছে।'

তিনি আরও বলেন, 'আরিচা কাজিরহাট নৌপথে ভোররাত সোয়া ২টায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পর আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়।'

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়া যানবাহনের যাত্রী, চালক ও সহযোগীরা ভোগান্তিতে পড়েন।