২ জেলায় অতি তীব্র তাপপ্রবাহ, যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2024, 10:44 AM
UPDATED 20 April 2024, 16:57 PM

যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

চলতি মৌসুমে আজ রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

অধিদপ্তর আরও জানায়, দ্বিতীয় অবস্থানে রয়েছে চুয়াডাঙ্গা। এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, মোংলায় ৪১ দশমিক সাত; ঈশ্বরদীতে ৪১ দশমিক ছয়; খুলনায় ৪১ দশমিক দুই; আরিচা, ফরিদপুর ও গোপালগঞ্জে ৪০ দশমিক আট; সাতক্ষীরায় ৪০ দশমিক তিন ও টাঙ্গাইলে ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় পর্যন্ত মাঝারী, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি পর্যন্ত তীব্র ও ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে অতি তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুএক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।