শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহ, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা

By স্টার অনলাইন রিপোর্ট
1 April 2025, 09:05 AM
UPDATED 1 April 2025, 15:12 PM

আগামী শুক্রবার পর্যন্ত রাজধানীর ঢাকাসহ কয়েকটি জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং শনিবার থেকে বৃষ্টি হওয়া সাপেক্ষে তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী, রাঙামাটি ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এর মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী ৪ এপ্রিল পর্যন্ত ঢাকায় তাপপ্রবাহ থাকতে পারে। ৫ এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমতে শুরু করবে।'