২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
24 August 2025, 14:24 PM

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। তার বয়স ৩১-৪০ বছরের মধ্যে। তিনি চট্টগ্রাম বিভাগের। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। কারো করোনা শনাক্ত হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ৩২ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৭২ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৭২৭ জন।