অন্যান্য রোগসহ এইচএমপিভি আক্রান্ত নারীর মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
16 January 2025, 06:11 AM
UPDATED 16 January 2025, 14:51 PM

কিডনি জটিলতা এবং অন্যান্য রোগসহ হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী মারা গেছেন।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা আক্তার (৩০)।

আজ সকালে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আরিফুল বাশার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই রোগী শুধুমাত্র এইচএমপিভি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল। স্থুলতা, কিডনি জটিলতা ছিল। তার ফুসফুসের জটিলতা কেটে উঠেছিল তবে শরীরের অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল।