ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2025, 11:25 AM

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪৫ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৯২ জন মারা গেছেন এবং আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৫১ জন।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন এবং উত্তর সিটিতে ২ জন মারা গেছেন।

বর্তমানে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ২ হাজার ২৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ১৪৮৪ জন ঢাকার বাইরের।