ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২১

By স্টার অনলাইন রিপোর্ট
9 December 2025, 12:37 PM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৪২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৃত তিনজনের মধ্যে দুইজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশালের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০১ জন। 

এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন৯৮ হাজার ৭০৫ জন।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।