ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘সামরিক স্থাপনা লক্ষ্য করে’ হামলা চালাচ্ছে ইসরায়েল

By স্টার অনলাইন ডেস্ক
21 June 2025, 14:12 PM

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের 'সামরিক স্থাপনা লক্ষ্য করে' হামলা চালাচ্ছে ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন বলে আজ শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

আইডিএফের মুখপাত্র আবিচাই আদরায়ি এক্সে দেওয়া পোস্টে বলেছেন, 'বিমানবাহিনীর যুদ্ধবিমানগুলো বর্তমানে দক্ষিণ-পশ্চিম ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে।'

তবে, এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আদরায়ি।

ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের আহভাজ শহর ও মহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।