‘কুইনটিলিয়ন বিজনেস মিডিয়া’র ৪৯ শতাংশ শেয়ার কিনলেন আদানি

By স্টার অনলাইন ডেস্ক
28 March 2023, 10:15 AM
UPDATED 28 March 2023, 16:52 PM

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির এএমজি মিডিয়া নেটওয়ার্কস বাণিজ্যিক সংবাদের প্ল্যাটফর্ম 'কুইনটিলিয়ন বিজনেজ মিডিয়া' প্রাইভেট লিমিটেডের ৪৯ শতাংশ শেয়ার কিনে নিয়েছে।

আজ মঙ্গলবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ তথ্য জানায়।

আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের বার্তায় বলা হয়, এএমজি মিডিয়া নেটওয়ার্কস গত বছর মে মাসে এই ডিজিটাল বিজনেজ প্ল্যাটফর্মটি কেনার ঘোষণা দেওয়া হয়েছিল। এখন সেই প্রক্রিয়া শেষ হয়েছে।

গতকাল ৪৭ কোটি ৮৪ লাখ রুপি পরিশোধ করা হয়েছে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

কুইনটিলিয়ন বিজনেজ মিডিয়া থেকে নিউজ প্ল্যাটফর্ম ব্লুমবার্গ কুইন্ট বা 'বিকিউ প্রাইম' প্রকাশিত হয়।

এর আগে গৌতম আদানির এএমজি মিডিয়া নেটওয়ার্কস ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি কিনে নেয়।

আদানি মিডিয়া ভেনচারসের নেতৃত্ব দেওয়ার জন্য ২০২১ সালের সেপ্টেম্বরে সাংবাদিক সঞ্জয় পুগালিয়াকে নিয়োগ দেওয়া হয়।

প্রকাশনা, বিজ্ঞাপন ও সম্প্রচার শিল্পে বিনিয়োগের জন্য এএমজি মিডিয়া নেটওয়ার্কস গঠন করে আদানি গ্রুপ।