অমর্ত্য সেন সুস্থ আছেন, জানালেন মেয়ে নন্দনা দেব সেন

By স্টার অনলাইন ডেস্ক
10 October 2023, 12:58 PM
UPDATED 11 October 2023, 01:26 AM

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সুস্থ-স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা দেব সেন। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে বাবার মৃত্যুর সংবাদকে গুজব বলে অভিহিত করে তা পরিহারের আহ্বানও জানিয়েছেন তিনি।

নন্দনা দেব সেন ফেসবুকে লিখেছেন, 'বন্ধুরা, আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ কিন্তু এটা ভুয়া খবর। বাবা সম্পূর্ণ ভালো আছেন। আমরা সবেমাত্র কেমব্রিজে পরিবারের সঙ্গে একটি দুর্দান্ত সপ্তাহ কাটিয়েছি, গতরাতে যখন আমরা ট্রেন স্টেশনের উদ্দেশে রওনা দেই তখন তার আলিঙ্গন বরাবরের মতোই শক্তিশালী ছিল! তিনি হার্ভার্ডে সপ্তাহে দুটি কোর্সের ক্লাস নিচ্ছেন, জেন্ডার বিষয়ক তার বই নিয়ে কাজ করছেন- আগের মতোই ব্যস্ত!'

পোস্টে নন্দনা আরও লিখেন, 'দয়া করে আপনারা কি এই অবাস্তব ভুয়া খবর প্রচার বন্ধে সাহায্য করবেন? বিনা দ্বিধায় আমার বার্তাটি শেয়ার করুন এবং আপনাদের সংহতিসূচক মধুর বার্তাগুলোর জন্য অনেক ধন্যবাদ।'