প্রশান্ত মহাসাগরে ‘নীল তিমির চেয়েও বড়’ প্রবালের সন্ধান

By স্টার অনলাইন ডেস্ক
14 November 2024, 11:40 AM
UPDATED 15 November 2024, 16:02 PM

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এই প্রবালের বয়স ৩০০ বছরেরও বেশি বলে ধারণা করা হচ্ছে। 

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

আকারে যেকোনো নীল তিমির চেয়েও বড় এই সুবিশাল প্রবাল অনেকগুলো ছোট ছোট প্রবালের সমন্বয়ে গড়ে উঠেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। প্রবালটি ৩৪ মিটার চওড়া, ৩২ মিটার লম্বা এবং সাড়ে পাঁচ মিটার উঁচু।

বিবিসি জানায়, ন্যাশনাল জিওগ্রাফিতে কাজ করা একজন ভিডিওগ্রাফার প্রথম এই প্রবালের সন্ধান পান। তিনি প্রশান্ত মহাসাগরের প্রত্যন্ত অঞ্চল পরিদর্শন করে জলবায়ু পরিবর্তন কীভাবে গভীর সমুদ্রকে প্রভাবিত করছে, তা অনুসন্ধান করছিলেন। 
 
ভিডিওগ্রাফার মানু সান ফেলিক্স বলেন, 'আমি ডাইভিং করতে করতে এমন এক জায়গায় আসি, যেখানে ম্যাপ অনুযায়ী একটি জাহাজের ধ্বংসাবশেষ থাকার কথা। তখন নিচে কিছু একটা দেখতে পাই।' 

প্রবালটি দেখার পর নিজের অনুভূতি সম্বন্ধে তিনি বলেন, 'আমি খুবই আবেগাপ্লুত হয়ে যাই। একটা জিনিস একই জায়গায় শত শত বছর ধরে আছে, এটা চিন্তা করেই আমার মধ্যে এক ধরনের শ্রদ্ধাবোধ জাগে।' 

'ভাবছিলাম, যখন নেপোলিয়ন জীবিত ছিল তখনো এই প্রবাল এখানে ছিল,' যোগ করেন তিনি।