ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা ফাঁস করা সিআইএ কর্মকর্তা গ্রেপ্তার

By স্টার অনলাইন ডেস্ক
14 November 2024, 14:15 PM

অক্টোবরে ইরানে ইসরায়েলের মিসাইল হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগে এক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ উইলিয়াম রহমান। তাকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করেছে এফবিআই। আজ বৃহস্পতিবার গুয়ামের এক আদালতে তার হাজির হওয়ার কথা রয়েছে।

গত সপ্তাহে মার্কিন অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় একটি আদালতে আসিফকে অভিযুক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউইয়র্ক টাইমস জানায়, আসিফ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে বিদেশি মিশনে কাজ করেছেন। তার আদালতের নথিতে বলা হয়েছে, তার শীর্ষ পর্যায়ের গোপন নিরাপত্তা ছাড়পত্র ছিল।

অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্বলিত দুটি গোপন নথি ফাঁস হয়। তখন বিশ্লেষকরা বলেছিলেন, এগুলো ইসরায়েলের পরিকল্পনার ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির স্যাটেলাইট নথি।

ফাঁস হওয়া নথি দুটো ছিল মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির ১৫-১৬ অক্টোবরের গোয়েন্দা প্রতিবেদন।