রাশিয়া আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, দাবি ইউক্রেনের

By স্টার অনলাইন ডেস্ক
21 November 2024, 10:17 AM

২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া প্রথমবারের মতো ইউক্রেনে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

আজ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের বিমান বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার সকালের হামলায় রাশিয়ার দক্ষিণ আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের মধ্য-পূর্বাঞ্চলের শহর দিনিপ্রোতে আঘাত হেনেছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় দিনিপ্রোর 'গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে' লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে কোন ধরনের আইসিবিএম দিয়ে হামলা চালানো হয়েছে এবং হামলায় ক্ষয়ক্ষতি সম্বন্ধে কিছু জানায়নি কিয়েভ। 

এ সপ্তাহে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। এরকম হামলার ক্ষেত্রে যুদ্ধে উত্তেজনা বাড়বে বলে আগেই সতর্ক করেছিল মস্কো।  

সাধারণত, হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে আইসিবিএম। পারমাণবিক অস্ত্র নিয়েও হামলা চালাতে পারে এ ধরনের ক্ষেপণাস্ত্র।