গাজায় ইসরায়েলি বিমান হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৫৪

By স্টার অনলাইন ডেস্ক
20 April 2025, 05:49 AM
UPDATED 20 April 2025, 12:33 PM

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর গাজা উপত্যকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ২৪ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছেন ৫৪ জন ফিলিস্তিনি। 

আজ রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শনিবার সকাল থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। 

সংস্থাটি আরও জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, 'আজ ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ৫৪ জন নিহত হয়েছেন... এবং এখনও পর্যন্ত বোমা হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'

এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, গণহত্যা বন্ধ হওয়ার নিশ্চয়তা নেই বা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের প্রতিশ্রুতি নেই, এমন কোনো 'আংশিক চুক্তি' তারা মেনে নিবে না।

গত কয়েক সপ্তাহে গাজার প্রায় ৩০ শতাংশ ভূখণ্ড দখল করে নিয়েছে ইসরায়েল। 

যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত দেড় হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই ইসরায়েলি গণহত্যায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।