চীনের গুইঝৌ প্রদেশে বন্যায় মৃত ৬

By স্টার অনলাইন রিপোর্ট
26 June 2025, 07:14 AM

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে ভয়াবহ বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

গত সপ্তাহে চীনা কর্তৃপক্ষ, পাহাড়ি ঢলের আশঙ্কায় ছয় প্রদেশে এই বছরের প্রথম 'রেড অ্যালার্ট' জারি করে। যা দেশটির চার-স্তরের সতর্কতা ব্যবস্থার সবচেয়ে উচ্চমাত্রার সতর্ক সংকেত।

মঙ্গলবার পর্যন্ত বন্যা কবলিত এলাকাগুলো থেকে প্রায় ৮০ হাজার ৯০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ সদর দপ্তর জানিয়েছে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা পর্যন্ত বন্যায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন।

China flood 2025 guizhou
চীনের গুইঝৌ প্রদেশে নৌকার মাধ্যমে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করা হচ্ছে। ছবি: এএফপি

বহু নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি শহরের অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সড়ক চলাচল বন্ধ হয়েও কিছু মানুষ আটকা পড়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে এবং বন্যা পরবর্তী উদ্ধার, পুনর্গঠন ও আটকে পড়া লোকদের খোঁজে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানানো হয়।

এদিকে চীন এই মুহূর্তে চরম আবহাওয়ার গ্রীষ্মকাল পার করছে। একদিকে দেশটির বিভিন্ন এলাকায় তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। অন্যদিকে কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

গত সপ্তাহে চীনের হুনান প্রদেশে ভারী বর্ষণের কারণে ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, গত বছর ছিল চীনের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার বছর।

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের ফলে চীনের আবহাওয়া আরও চরমভাবাপন্ন হচ্ছে।

চীন বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ হলেও এটি নবায়নযোগ্য জ্বালানির এক শক্তিশালী উৎস।

২০৬০ সালের মধ্যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।